• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তি পেয়েছে নাট্যনির্মাতা লিমনের ‘আদর কইরা’ শিরোনামের মিউজিক ভিডিও

admin
প্রকাশিত জুন ২৯, ২০২১
মুক্তি পেয়েছে নাট্যনির্মাতা লিমনের ‘আদর কইরা’ শিরোনামের মিউজিক ভিডিও

একুশেনিউজ ডেস্ক::
জনপ্রিয় নাট্যনির্মাতা সাইফুল আরেফিন লিমনের কথা ও সুরে ‘আদর কইরা’ গানটি মুক্তি পেয়েছে। সুদীপ চক্রবর্তীর মিউজিক কম্পোজিশনে গানটিতে কন্ঠ দিয়েছেন এস সৌরভ। সিলেটের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিও তে মডেল হিসেবে কাজ করেছেন তৃষা দাশ ও লিমন।

নাট্যনির্মাতা লিমন বলেন, বর্তমান সময় উপযোগী গানটি তিন লিখেছেন। আশা করি সবার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে যেন আরো সুন্দর কাজ উপহার দিতে পারি। গানটি মুক্তি হয়েছে সিলেটি ড্রামা হাউজ (Sylhety Drama House) ইউটিউট চ্যানেলে।

Link: