• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে করোনা শনাক্তের হার ৪৩.৪৯

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
সিলেটে করোনা শনাক্তের হার ৪৩.৪৯

নিজস্ব প্রতিবেদক::

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ৪৩ দশমিক ৪৯ শতাংশ। এক সপ্তাহ ধরে প্রতিদিন শনাক্তের হার ৪০ শতাংশের উপরে থাকছে। এই বিভাগে আরও ৫৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। গত ১১ জুলাই রেকর্ড সর্বোচ্চ ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগের চার জেলায় করোনায় ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২৩১ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৯৯ জন ও মৌলভীবাজারে ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫২ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনায় আক্রান্ত একজন করে মারা গেছেন।

এ দিন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় শনাক্তের হার অর্ধেকের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য ৬ শতাংশ এবং মৌলভীবাজারে ৪৬ দশমিক ১৯ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৪১ দশমিক ৫ শতাংশ ও সুনামগঞ্জে ৪২ দশমিক ৭৬ শতাংশ।

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩১ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৫ হাজার ৮৯৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে ৪৫২ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন চিকিৎসা নিচ্ছেন।