• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যানজট-জনজট: সেই চিরচেনা রূপে নগরী

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
যানজট-জনজট: সেই চিরচেনা রূপে নগরী

নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘ ১৪ দিন পর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ থেকে শিথিল করা হয়েছে লকডাউন। লকডাউন শিথিল হওয়ার ফলে আজ থেকে খুলছে দোকানপাট, শপিংমল। সেই সাথে চালু হয়েছে অটোরিকশা ও দূরপাল্লার বাস।

এদিকে লকডাউনের ১৪দিন পর সিলেট নগরী ফিরেছে তার আগের রূপে। সকাল থেকে পুরো নগরীজুড়েই বেড়েছে মানুষের ভিড়। রাস্তায় বেড়েছে যান চলাচল।ফলে তৈরি হয়েছে যানজট। নগরীর প্রায় সব রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। অফিস বা জরুরি কাজে যেতে রাস্তায় সীমাহীন যানজটের বিড়ম্বনায় পড়তে হয়েছে মানুষদের। সব সড়কে তীব্র যানজটের কারণে নগরবাসীকে নাকাল পরিস্থিতিতে পড়তে হয়। রিক্সা, প্রাইভেট কার, মাইক্রোবাস, পণ্যবাহী যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে নগরীর গুরুত্বপূর্ণ ‘স্ট্যান্ডগুলো’তে যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, রিকাবিবাজার, সুবাহনীঘাট এলাকায় তীব্র যানজট।

এদিকে নগরীর গুরুত্বপূর্ণ স্ট্যাণ্ড দক্ষিণ সুরমার কদমতলী, কুমারগাঁও, সুবাহানীঘাটসহ অন্যান্য স্ট্যাণ্ডে ঘরে ফেরা মানুষের চাপ দেখা গেছে।

ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, দীর্ঘদিন ঘর থাকা মানুষ বাইরে বের হয়েছে। সড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে যাওয়া হিমশিম খেতে হচ্ছে আমাদের। বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি সিলেটে নগরীতে প্রবেশ করেছে। তাছাড়া পণ্যবাহী যানবাহনের চাপও রয়েছে।

এসব কারণেই সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সারাদিন এই অবস্থায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।