
একুশেনিউজ ডেস্ক::
সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজনের মাতা শনিবার (১৭ জুলাই) সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন। মরহুমার নামাজে জানাজা বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়।
মুমিনুর রশিদ সুজনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিল আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।