
একুশে নিউজ ডেস্ক:: রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বাডসের ইয়ারর লাঞ্চিং মিটিং অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বাডসের রোটারি ইয়ার ২০২১-২২ এর ইয়ারর লাঞ্চিং মিটিং ও কলার হ্যান্ডওভার “রাইজ-২১” অনুষ্টিত হয়।
অনুষ্টানের শুরুতে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বাডসের সাবেক সভাপতি রো. মো. সুমন আহমেদ বর্তমান সভাপতি রো. জাহিদুল ইসলাম জাহেদকে ক্লাবের কলার পরিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন।
এরপর সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি রো. জাহিদুল ইসলাম জাহেদ অনুষ্টান শুরু করেন। সর্বপ্রথমে সভাপতির অনুরোধে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উক্ত ক্লাবের সহ সভাপতি রো. রুহেল আহমেদ। এরপর সভাপতির আহবানে উপস্থিত সকলে যথাযথ সম্মানপ্রদর্শন পূর্বক জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তারপর সভাপতির অনুরোধে যুগ্ম সচিব রো. মো. এরশাদ মিয়া রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন। এই সময় সকল রোটার্যাক্টরবৃন্দ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
সভাপতি উপস্থিত সকল রোটার্যাক্টর ও অতিথিকে পরিচয় করিয়ে দেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুগ্ম সচিব রো. মিজানুর রহমান।

অনুষ্টানে সিনিয়র রোটার্যাক্টরদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রো. পিপি পরিমল পাল, নিউ ক্লাব ডেভেলপমেন্ট কমিটির সদস্য, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮২, রো. পিপি শাহ আল আমিন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল, রো. পিপি মো. রাসেল মিয়া, মেম্বার সাপোর্ট টু উইক ক্লাব কমিটি, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮২, ক্লাব ট্রেইনার-রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস, রো. পিপি রুহুল আমিন কমল, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজ।
রোটারি ইয়ার ২০১৮-১৯ এর সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন-রো. পিপি তাহিজুল ইসলাম রাজিব, ক্লাব ট্রেইনার-রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস। রো. পিপি মিয়া মোহাম্মদ মাসুদ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউন। রো. পিপি আল আমিন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ সিটি। রো. পিপি প্রভাকর ভট্রাচার্য, রোটার্যাক্ট ক্লাব অব জালালাবাদ।
রোটারি ইয়ার ২০১৯-২০ এর সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন রো. পিপি মো. লায়েক আহমেদ, ক্লাব ট্রেইনার-রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস।
আইপিপিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রো. মো. সুমন আহমেদ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস। আব্দুস শহীদ সাদেক, রোটার্যাক্ট ক্লাব অব এলিগ্যান্স। রো. সুনাই মিয়া বাপ্পি, রোটার্যাক্ট ক্লাব অব সুনামগঞ্জ এলিটস। রো. রায়হান হোসাইন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট মিড টাউন।
বর্তমান সভাপতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রো. আবুল বাশার শাকু, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট মিড টাউন। রো. মাসুম তালুকদার, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল, রো. উৎপল দাস, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট মেট্রো সিটি, রো. নাজিফা সুলতানা তানহা, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সিটি, রো. শেখ নওরীন জাহান ঈসা, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, রোটা. শাকের আহমেদ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারা।
সচিবদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, রো. তাহিদুর রাহমান, করোটার্যাক্ট ক্লাব অব সিলেট মেট্রো সিটি, রো. রাবেতা সুখী, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সিটি।
এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডসের ক্লাব মেম্বারদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, রো. সামিয়া আক্তার লিনা, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস। রো. সাঈদ হাসান মুহিব, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস, রো. জহিরুল ইসলাম, ডিরেক্টর ফিনান্স, রো. আল হাবিব মামুন, কো-এডিটর, রো. শলিল সরকার, সার্জেন্ট এট আর্মস, রো. সালেক আহমেদ সাজু, সদস্য প্রমুখ।
অনুষ্টানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর সভাপতি রোটা. শেখ নওরীন জাহান ঈসা।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি রো. জাহিদুল ইসলাম জাহেদ সভার মুলতবি ঘোষণা করেন।