• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা মহসিন মজুমদারকে কারাগারে প্রেরণ: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
ছাত্রদল নেতা মহসিন মজুমদারকে কারাগারে প্রেরণ: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন মজুমদারকে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

রবিবার (১৮ জুলাই) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে করোনা কবলিত বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় । তারই ধারাবাহিকতায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন মজুমদার কে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় ।

নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ, মামলা প্রত্যাহারের দাবি জানান।