একুশেনিউজ ডেস্ক::
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বহিস্কৃত প্রার্থী পক্ষে নির্বাচনী প্রচারণায় নিজেকে সম্পৃক্ত করার কারনে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল।
শুক্রবার (২৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়- বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ উপ-নির্বাচনে প্রার্থীর হওয়ায় এক বিএনপিকে নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় একজন বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচারণায় নিজেকে সম্পৃক্ত করা দলীয় শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য। সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না সেজন্য শনিবার বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে গত ২৩ মে গুলশানে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি