• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুলাই মাসে আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
জুলাই মাসে আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

স্পোর্টস ডেস্ক:
গত জুনে বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নির্বাচিত হন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ। যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল প্রথমবার। এবার এক মাস পর আবারও সেই তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের কোনও খেলোয়াড়ের নাম। গত জুলাইতে পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার! সাকিবের সঙ্গে থাকা দুই মনোনয়নপ্রাপ্তরা ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।

গত মাসে (জুলাই) জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট, ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮টি উইকেট পান সাকিব। এছাড়া একটি ওয়ানডেতে রয়েছে ৯৬ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস।

সাকিবের এমন দূর্দান্ত পারফরম্যান্সের কাছে মার্শ, ওয়ালশরা টিকতে পারেননি।

একই দিনে সাকিব পেয়েছেন আরও একটি সুখবর। ২০১৭ সালের পর টি-টোয়েন্টির অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন এই বিশ্ব-সেরা অল-রাউন্ডার।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ক্রিকেটারদের উৎসাহ যোগাতে নতুন পুল তৈরি করে। যেখানে তিন জন মনোনয়নকৃত খেলোয়াড়ের একজন আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় মাসের সেরা খেলোয়াড় স্বীকৃতি পেয়ে থাকেন।