• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
গোয়াইনঘাটে রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে ব্যটারিচালিত রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ছেলের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পিতা পুলিশে খবর দিলে আজ সোমবার (৩১ আগস্ট ) ভোরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে শাহীন আহমদ (১৪) গতকাল রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ব্যটারিচালিত রিকশায় যাত্রী নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে বঙ্গবীরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১০ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পিতা আত্মীয়-স্বজন নিয়ে শাহীনের খোঁজে বের হন।

রাত সাড়ে ১০ টার দিকে বঙ্গবীর পয়েন্টের কাছে শাহীনের অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সে সময়ে অটোরিকশাটির ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিলো না। এসময় শাহীনের বাবা একা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আশপাশের খালগুলোতে ছেলেকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের পার্শ্ববর্তী স্থানে শাহীনের জুতা দেখতে পান তার বাবা। পরে একটু দূরে পার্শ্ববর্তী খালে শাহীনের বস্তাবন্দী লাশ চোখে পড়ে তার। পরে খবর ঘটনাস্থলে আসে গোয়াইনঘাট থানার একদল পুলিশ এবং সোমবার ভোরে শাহীনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, সোমবার ভোরে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের নিকটবর্তী খাল থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, ঘটনার তদন্ত এবং খুনিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।