
একুশে নিউজ ডেস্ক:: খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে আলিম হাফেজ সংবর্ধনা-২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ শে আগস্ট) শুক্রবার স্থানীয় বর্নি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পরিচালক মাওলানা আলাউদ্দিন সারওয়ারের সভাপতিত্বে, হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান কফিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানলাল, হাফিজ মাওলানা ফয়জুর রহমান,প্রতিষ্ঠাতা আল-ফয়েজ ফাউন্ডেশন সিলেট, মাওলানা ফখরুল ইসলাম মাসরুর ধর্ম বিষয়ক সম্পাদক ভোলাগঞ্জ ইসলামি সমাজ কল্যাণ সংস্থা, মাওলানা জিয়াউর রহমান লেকচারার লিডিং ইউনিভার্সিটি, মাওলানা মাহমুদুল হাসান শিক্ষা সচিব দলইরগাঁও মাদ্রাসা, জহির রায়হান সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, জামাল উদ্দিন জামাল সভাপতি বিসর্জন পরিবার, সমরু মিয়া সাধারণ সম্পাদক বিসর্জন পরিবার, মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ চেয়ারম্যান ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন, মাওলানা আব্দুল্লাহ সালমান কেন্দ্রীয় অর্থ-সম্পাদক খিদমাহ ব্লাড ব্যাংক, মাওলানা আবু সাঈদ ইসহাক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খিদমাহ ব্লাড ব্যাংক, মাওলানা এমরান আহমদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার ৩৮জন হাফিজ ও ১৫জন আলিমকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও খিদমাহ ব্লাড ব্যাংক উপজেলা শাখার সদস্যদের মধ্যে মেডেল ও উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।