
একুশে নিউজ ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৮ আগষ্ট) রাত ৮টায় সিলেট রেলওয়ে ষ্টেশনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে শোক সভা ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি পংকি মিয়া জালালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ কে এর সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ডা: ইসলাম উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম খালেদ, বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক দাহিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ কাজী প্রমূখ ।