
সিলেট-৩ আসন উপনির্বাচন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার ১৪৯টি ভোট কেন্দ্রে ১৭৮৮ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যারা ভোট গ্রহণে সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষা করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সিলেট রেঞ্জের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদীর নির্দেশক্রমে সিলেট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন উপ-নির্বাচনে ১৪৯টি কেন্দ্রের জন্য আনসার ভিডিপি সদস্যদের শারিরীক যোগ্যতা ভিত্তিতে বাছাই করে বাছাইকৃত সদস্যদের প্রতি ভোট কেন্দ্রে অস্ত্র সহ ১ জন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন লাটি সহ পুরুষ ও ৪ জন মহিলা মোট ১২ জন করে আনসার ভিডিপি সদস্যদের ৫ দিনের জন্য অঙ্গিভূত করেন।
সিলেট-৩ আসন উপ নির্বাচনে আনসার ভিডিপির সদস্যরা ভোট গ্রহণকালে কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে সহায়তা করেন। ভোটগ্রহণ কালে আনসার গ্রাম প্রতিরক্ষা জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক ও উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তাগণ ভোট কেন্দ্রগুলোতে আনসার ভিডিপির দায়িত্ব পালন দেখার জন্য পরিদর্শন করেন এবং তদারকিও করেন।
ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের ভাতাদি স্ব স্ব উপজেলা আনসার ভিডিপির কার্যালয় থেকে প্রদান করা হবে বলে প্রকাশ। এর আগে জেলা কমান্ড্যান্ট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আনসার ক্যাম্প সংস্থায় আনসারদের দায়িত্ব পরিদর্শন করেন।