• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

বাগবাড়িতে আলোচিত অস্ত্র মামলার রায় ঘোষণা: দুই আসামীর ১০ বছরের কারাদন্ড

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০
বাগবাড়িতে আলোচিত অস্ত্র মামলার রায় ঘোষণা: দুই আসামীর ১০ বছরের কারাদন্ড

একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়িস্থ নরসিংটিলা থেকে উদ্ধারকৃত অস্ত্র মামলায় দুই আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন মাননীয় যুগ্ম দায়রা জজ ২য় আদালত, সিলেট। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় মামলার রায় ঘোষনা করেন বিচারক সাইফুর রহমান।

মামলার এজাহারে জানা যায়, বিগত ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলায় অভিযান চালিয়ে ছদরুল আমিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি আট চেম্বার বিশিষ্ট রিভলবার, ১ রাউন্ট গুলি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তিতে অপর আসামী ইউছুফ বিন নুরী চৌধুরী সানীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করতে পারেনি। পরে কোতোয়ালী থানার এস.আই মনির হোসেন বাদী হয়ে ওই দুই আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। থানায় মামলা নম্বর- ৪০, তারিখ- ৩০/১২/২০১৩ইং। ওই মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিগত ৩০/০১/২০১৪ইং তারিখে মাননীয় আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামী ছদরুল আমিন দুই বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এছাড়াও মামলার শুরু থেকে অপর আসামী ইউছুফ বিন নুরী চৌধুরী সানী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।