• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ীর ৮ লাখ টাকা আত্মসাত: দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সাজাপ্রাপ্ত মির্জা আলী আকবর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
ব্যবসায়ীর ৮ লাখ টাকা আত্মসাত: দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সাজাপ্রাপ্ত মির্জা আলী আকবর

একুশে নিউজ ডেস্ক:: নগরের সুরমা মার্কেটের এক ব্যবসায়ীর ৮ লাখ টাকা আত্মসাত করেছেন এক প্রতারক। সাজাপ্রাপ্ত হয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। অজ্ঞাত করেন তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। সাজা পরোয়ানাভুক্ত আসামীর নাম মির্জা মো:আলী আকবর । তিনি সিলেটের দক্ষিণ সুরমার স্বর্ণশিখা ১৬১ এর মো. মহমদ আলী কচির মিয়ার পুত্র।

জানা গেছে, দক্ষিণ সুরমার সিলাম তেলীপাড়ার মো: রাসেল মিয়া নগরের সুরমা মার্কেটস্থ ১২/২ বাবর ট্রেডার্স এর স্বত্বাধিকারী। একই দক্ষিণ সুরমা থানাধীন স্বর্ণশিখা এলাকার মির্জা মো: আলী আকবর ব্যবসার কথা বলে নির্দিষ্ট মেয়াদে রাসেল মিয়ার কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেয়। টাকার বিপরীতে রাসেল মিয়াকে ৮ লাখ টাকার একখানা ব্যাংক চেক দেয় মির্জা আলী আকবর। মেয়াদ শেষে রাসেল মিয়া টাকা আনতে সংশ্লিষ্ট ব্যাংকে গেলে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়। পরবর্তীতে আইনী নোটিশ দিলেও টাকা পরিশোধ করেননি মির্জা আলী আকবর। বাধ্য হয়ে রাসেল মিয়া ২০১৯ সালের ২৬ আগষ্ট সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মির্জা আলী আকবরকে একমাত্র আসামী করে এনআই অ্যাক্টে মামলা (কোতোয়ালি সিআর ১৪০৫/১৯ ) করেন।

বিচারের জন্য মামলাটি মহানগর যুগ্ম জজ আদালতে প্রেরিত হলে তা দায়রা ১৮১/২০ নাম্বারে রেজিস্ট্রিভুক্ত হয়। পরবর্তী ২০২০ সালের ১৩ জানুয়ারি থেকে বিচার কার্য শুরু হয়। বিচারান্তে চেক প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচারক মো: মিল্লাত হোসেন গত ১৮ আগস্ট মামলার রায় ঘোষনা করেন। রায়ে আসামী মির্জা মো: আলী আকবরকে ৮ লাখ টাকা অর্থদন্ডের পাশাপাশি তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনাকালে আসামী মির্জা মো: আলী আকবর পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন আদালত। কিন্তু আজোবধি সাজাপ্রাপ্ত আসামী মির্জা মো: আলী আকবরকে গ্রেফতার না করায় সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদী রাসেল মিয়াকে নানাভাবে হুমকি ধমকি প্রদান করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।