• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

অষ্ট্রেলিয়া প্রবাসী সাবেক যুবদল নেতা মামুনুরের বাসায় পুলিশী তল্লাশী: সিলেট জেলা বিএনপির নিন্দা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
অষ্ট্রেলিয়া প্রবাসী সাবেক যুবদল নেতা মামুনুরের বাসায় পুলিশী তল্লাশী: সিলেট জেলা বিএনপির নিন্দা

দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়ায় বসবারত সিলেট জেলা যুবদেলের সাবেক ক্রীড়া সম্পাদক মো: মামুনুর রশিদের মইয়ারচরস্থ বাসায় তল্লাশী নামে পুলিশি হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সাবেক যুবদল নেতা দীর্ঘদিন থেকে অষ্টেলিয়ায় বসবাস করেছেন। কিন্তু ২০১৯ সালে ১২ ডিসেম্বর একটি বিস্ফোরক মামলায় মামুনুর রশিদকে আসামী করা হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। মামুনুর রশিদের খোজেঁ পুলিশ তার মইয়ারচরস্থ বাড়িতে গিয়ে তল্লাশী চালায়। এসময় বাড়ীতে থাকা তার স্বজনদের আতংক ছড়িয়ে পড়ে। ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারকে সকল মামলা যে মিথ্যা বানোয়াট মামুনুর রশিদ তার উজ্জল দৃষ্টান্ত। অবিলম্বে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাসা বাড়ীতে তল্লাশী নামে নেতাকর্মীদের পরিবারকে হয়রানী বন্ধ করতে হবে, না হলে বিএনপি কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।