• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে আক্তারের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত মে ২৬, ২০২১
বিশ্বনাথে আক্তারের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর

একুশে নিউজ ডেস্ক:: পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বনাথ থানার ছোট দিঘলী গ্রামের রজব আলীর পুত্র মোহাম্মদ আক্তার আলীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৫ মে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় মুখোশধারী কিছু সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলায় রজব আলী ও তার স্ত্রী খাতুন বেগম আহত হয়েছেন। আশপাশের লোকজন তাদের উদ্ধারা করে স্থানীয় বিশ্বনাথ সদর হাসপাতালে ভর্তি করেছেন। এছাড়াও সন্ত্রাসীরা বাড়ির জিনিষপত্র ভাংচুর করে ও গরু রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হলেও অদৃশ্য কারনে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আক্তার আলীর আহত পিতার সাথে হাসপাতালে গিয়ে হামলার বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলা পূর্ব পরিকল্পিত আওয়ামিলীগ নেতা আরশ আলী ও শংকর চন্দ্র ধর এর নির্দেশে আমার বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত আতংকের মধ্যে থাকি।