• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘মামলা দেওয়ায়’ পুলিশের উপর ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
‘মামলা দেওয়ায়’ পুলিশের উপর ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

ডেস্ক রিপোর্ট::
‘মামলা দেওয়ায়’ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন শওকত আলম সোহেল নামের এক ব্যক্তি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে। বাইকটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে মোটরসাইকেলটি আগুনে পুড়ছে। পাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হয়নি। ততক্ষণে পুড়ে যায় মোটরসাইকেলটি।

জানা গেছে, শওকত আলম সোহেল নামে ওই ব্যক্তি একজন ফ্রি ল্যান্সার সাংবাদিক।

ভিডিওটি পোস্ট করে মিরাদুল মুনিম নামে একজন লিখেছেন, ‘মনের কষ্টে নিজের বাইকে আগুন! কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় মামলা দেয় পুলিশ। তাই মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দেয় শওকত আলম সোহেল নামে এই হতভাগা আদম। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে চেষ্টা করলাম কিন্তু ততক্ষণে সব শেষ!’

এই মিরাদুল মুনিমের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, আগে থেকেই ওই মোটরসাইকেলটিকে একটি মামলা দেওয়া ছিল। কাগজপত্রে ‘সামান্য ত্রুটি’ থাকায় পুলিশ ফের মামলা দেওয়ায় মনের কষ্টে এ কাণ্ড ঘটিয়েছেন ওই বাইকার।

তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গুলশান ট্রাফিক জোনের ডিসি রবিউল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তার বাইকের নামে মামলা দেওয়ার জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল। কিন্তু মামলা দেওয়া হয়নি। তার আগেই তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।‘ মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বর্তমানে বাড্ডা থানায় আছেন বলে জানান ডিসি।