• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট চেম্বারের নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২১
সিলেট চেম্বারের নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা

একুশেনিউজ ডেস্ক::
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এক পরামর্শ সভা শনিবার (২ অক্টোবর) রাতে নগরীর একটি হোটেরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, বর্তমান পরিচালক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন কিবরিয়া সুমন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী, এনামুল কুদুছ চৌধুরী, ফখর উদ্দিন, আলী আহমদ, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি হিজকিল গুলজার, হাজী দেলােয়ার হোসেন, ফরিদ বক্স, এজাজ আহমদ চৌধুরী, পরিচালক মো. বশিরুল হক, সাবেক পরিচালক কঠিক চন্দ্র সাহা, শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, মো. জহিরুল ইসলাম মিশু, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সভাপতি ডা. নাছিম আহমদ, সিলেট সিটি সেন্টারের সভাপতি আবুল মুনিম মল্লিক, জিন্দাবাজার শ্যামলী মার্কেটের সভাপতি মনোয়ার হোসেন মুন্না, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট ভোগ্যপণ্য গ্রুপের সাধারন সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী রিপন, ঠিকাদার ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মসফিক, হাজী মখন মিয়া প্রমুখ। এছাড়াও সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।