• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

তিন দিনের সফরে সিলেটে এসে প্রবাসীকল্যাণ মন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
তিন দিনের সফরে সিলেটে এসে প্রবাসীকল্যাণ মন্ত্রী

একুশেনিউজ ডেস্ক::
তিন দিনের সরকারি সফরে সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবদীন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, প্রভাষক সাহেদ আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা এম সোহেল আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমূখ।

মন্ত্রী বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নিবেন, বেলা ৪টা কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্য যাত্রা করবেন। মন্ত্রী সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন এপিএস রাশেদুজ্জামান, ব্যাক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনদিনের সফরকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলে জানা গেছে।তিন দিনের সফরে সিলেটে এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।