
স্টাফ রিপোর্ট::
সিলেটের দক্ষিণ সুরমা কলেজে ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাহাতের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামী মামলা করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, শামসুদ্দোহা সাদি, সাইদুল ইসলাম সাইদ, সানি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে (কলেজের ভেতরের) রাস্তায় রাহাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাহাত। সাদি ছাত্রলীগের কাশ্মির গ্রুপের রাজনীতি করতো বলে জানান রাহাতের চাচাতো ভাই রাফি। এছাড়া নিহত রাহাতও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা যায়। তিনি তেতলী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
নিহত কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের পুরান তেতলী গ্রামের সোলায়মান মিয়ার পুত্র।
রাহাত হত্যার ঘটনায় ৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ওই ৩ জনের মাঝে ছাত্রদলের নেতাও একজন। তিনি খন্দকার আব্দুল আব্দুল মুক্তাদির গ্রæপের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও ৬-৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাতে নিহতের চাচা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।