
একুশে নিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল হোসেনের পিতা ও ৩নং দিঘিরপাড় ইউনিয়ন বি.এন.পির সাবেক সহ-সভাপতি আব্দুল মুমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (৮ নভেম্বর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রবিবার রাত ৩টায় সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল হোসেন’র পিতা আব্দুল মুমিন তাঁহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।