একুশে নিউজ :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ১ যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম তানভীর আহমদ (১৯) সে ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
তানভীর নামের এক ব্যক্তি নিহত হওয়ার বিষটি নিশ্চিত করেছে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদত হোসেন। তিনি জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে দফায় দফায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
সূত্র থেকে জানা যায়, (২ সেপ্টেম্বর) বুধবার বিকাল অনুমান ৫ টার দিকে তানভীর আহমদ ছালেহপুর গ্রামের লিটন লন্ডন জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে তাহার বাড়িতে যাচ্ছিল। আব্দুল গনির বাড়ীর সামনে আসামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তানভীর আহমদের পথ আটকিয়ে তাহার উপরে হামলা চালায়। হামলাকারীরা তাহার মাথায় আঘাত করে।
এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে তানভীর দৌড়ে গিয়ে নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে আবার ২য় দফায় তাহার উপর হামলা করে। একপর্যায়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত তানভীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত তানভীর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত অনুমান ১টার দিকে মারা যান।
নিহত তানভীর আহমদের পিতা শফিক মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আমার নিরপরাধ ছেলেকে হত্যা করা হয়েছে। দিনের বেলায় প্রকাশ্যে আমার ছেলের উপর হামলা করে। তানভীর আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলো। তাকে তাহার পথ আটকিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। তিনি জানান হামলাকারীদের সাথে আমার দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। মূলত জাগার জন্য আজ আমার ছেলে মরতে হল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।