
একুশে নিউজ ডেস্ক :: কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতার রচনা কালের শততম বৎসর আসছে (১৯২১-২০২১) ডিসেম্বর। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিদ্রোহী কবিতার শততম বর্ষ উদযাপন উপলক্ষে আবৃত্তি উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনকে ঘিরে উৎসবের লোগো সৃজনশীলতায় আনে প্রতিবারের মতো মুক্তাক্ষর। বিদ্রোহী কবিতা ঘিরে উৎসবের লোগো উন্মোচন করেন সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী নজরুল সংগীত গবেষক হিমাংশু বিশ্বাস।
গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট নজরুল একাডেমিতে এ নান্দনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতিতে প্রাঞ্জল করেন মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল কর। আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, নাট্যকার বাবুল আহমেদ,কবি হরিপদ চন্দ, কণ্ঠ শিল্পী সুকমল সেন, শিল্পী চক্রবর্তী, নিউটন তালুকদার, আবৃত্তি শিল্পী হিমেল মাহমুদ ও প্রান্ত দাস প্রমুখ।
শীঘ্রই অনুষ্ঠানের তারিখ ও স্থান প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।