• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে কুদ্দুস হত্যা, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১
গোয়াইনঘাটে কুদ্দুস হত্যা, থানায় মামলা দায়ের

একুশে নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লক্ষিনগর গ্রামে কুদ্দুস হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) কুদ্দুসের পিতা রহিম আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয় ও অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামী করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, আব্দুল হাকিম, কয়েছ আহমদ, আরিফ ইকবাল নেহাল, জয়নাল আবেদিন, শাহিন আহমদ, করিম মিয়া।

উল্লেখ্য, গত সোমবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে লক্ষিনগর গ্রামের মেইন রাস্তার অদূরে কুদ্দুসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান কুদ্দুস।

নিহত কুদ্দুস তোয়াকুল ইউনিয়নের লক্ষিনগর গ্রামের রহিম আলীর পুত্র।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি বলেন কুদ্দুস হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে র‌্যাব ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের অতি দ্রæত গ্রেফতার করা হবে।