
‘বিজয়ের পঞ্চাশে আমরা মাতি উল্লাশে’ সিলেটভিউ-ইনু সিটি স্যাটেলাইট স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশগ্রহণ করে স্কুলের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা মুন্নি বেগম ও সহকারী শিক্ষিকা তানজুমা আক্তার শাকি। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিজয়ী শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধ করা হয়। আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় এক জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।