• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নগরীর ১৭নং ওয়ার্ডে হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১
নগরীর ১৭নং ওয়ার্ডে হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে মিরবক্সটুলায় হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ১ম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত-৬ ওয়ার্ডের এর মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিব, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, মীরবক্সটুলা এলাকার বিশিষ্ট মুরব্বিদের মধ্যে ছিলেন শাহজাহান আহমেদ, আব্দুল হক রানা, আব্দুস সালাম আনু।

এছাড়াও উপস্থিত ছিলেন আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুল কাহির, ইকবাল হোসেন কামাল, ইনতাজ আহমদ, আব্দুস সাবির টুটুল, কেমুসাসের কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন, জাহিদ আহমেদ চৌধুরী, সহ জুবেদ, তারেক, বিপ্লব, কাওসার, সায়েম, সলিম।

উল্লেখ্য, চলতি বছর ২০২১ এর ১১ই ফেব্রুয়ারিতে আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে হাজী আব্দুন নূর (সহুরুজ্জামান) ফাউন্ডেশন, মিরবক্সটুলা এর যাত্রা শুরু হয়। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মিরবক্সটুলা এলাকার বাসিন্দা যুক্তরাজ্যের নিউক্যাসলে বসবাসরত বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মুন্না।