• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটি মানববন্ধন কাল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটি মানববন্ধন কাল

একুশে নিউজ:: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম সহ দেশব্যাপী বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের উপর বর্বরোচিত হামলা এবং নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান সহ সংগঠনের সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও সাধারণ সম্পাদক এন.এম. ময়না মিয়া।