• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ডা. মাহবুবুর রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২২
ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ডা. মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্ট::
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন।

গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়। এর আগে ওসমানী হাসপাতালের পরিচালক ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।