• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক দলের কমিটি: তৃণমূলে উচ্ছাস, মিষ্টি বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২২
স্বেচ্ছাসেবক দলের কমিটি: তৃণমূলে উচ্ছাস, মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্ট::
দীর্ঘদিন পর সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের কমিটি ঘোষনা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের ইউনিট কমিটি ঘোষণায় তৃনমুল নেতাকর্মীদের মাঝে উচ্ছ্াস দেখা দিয়েছে। দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পূণরুদ্ধার আন্দোলনে ইউনিট কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার রাতে ১৩ উপজেলা ও পৌর এবং এর আগে ৫ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১ যুগ পর কমিটি ঘোষণা হওয়ায় সিলেটের প্রত্যন্ত অঞ্চলে মিছিল, সমাবেশ, ফুলেল শুভেচছা ও মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে। কমিটি ঘোষণার রাতেই তাৎক্ষনিক সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ সহ বিভিন্ন স্থানে স্বাগত মিছিল হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে আজ জকিগঞ্জ উপজেলা ও পৌর, গোয়াইনঘাট উপজেলায় শোডাউন করা হয়েছে। শুক্রবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বিশাল মিছিল করে শোডাউন দেন। একই দিন সদর উপজেলার টুকের বাজার ও খাদিমপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করে স্বেচ্ছাসেবক দল।

তৃনমুল নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, দীর্ঘ ১ যুগ পর সিলেট জেলার ১৩ উপজেলা ও ৫ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন হওয়ায় তারা আনন্দিত। কমিটিতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি একঝাঁক সদ্য সাবেক ছাত্রদল নেতাকর্মীদের স্থান করে দেওয়ায় তারা খুশি। নিকট অতীতে ছাত্রদল ও যুবদলের কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি মিছিল ও সংঘর্ষ হয়েছে। পদত্যাগ পাল্টা কমিটিও হয়েছে অনেক যায়গায়।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার পর সদর উপজেলার বাধাঘাটে কমবয়সী স্থানীয় স্কুল ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে কমিটির বিরুদ্ধে একটি ঝাড়ু মিছিল করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির যুগ্ম আহবায়ক রুহেল আহমদ। রুহেল অভিযোগ করেন তিনি ১০/১২ বছর থেকে যুবদল করে আসছেন কিন্তু স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তাকে যথাযথ মুল্যায়ন করা হয়নি।

জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ আজ আনন্দ মিছিল শেষে বলেন দীর্ঘ দিন ধরে আমাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। জকিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আমাদের মূল্যায়ন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বিএনপি খুবই বড় দল। স্বেচ্ছাসেবক দল তার অঙ্গসংগঠন হওয়ায় তৃণমূল পর্যায়ে অসংখ্য নেতাকর্মী রয়েছেন। তাই বৃহৎ এ দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে- এটা স্বাভাবিক। তবে- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যে কমিটি অনুমোদন দিয়েছে- তাই চূড়ান্ত। সবাইকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলকে এগিয়ে নিতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পূণরূদ্ধার আন্দোলনকে ত্বরান্বিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।