• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এনডিএফ’র সম্মেলন সফলে শাহপরাণ থানা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২
এনডিএফ’র সম্মেলন সফলে শাহপরাণ থানা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অন্তর্গত শাহপরান থানা কমিটির উদ্যোগে এক কর্মীসভা সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর (মেজরটিলা) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শাহপরান থানা কমিটির সভাপতি মো. জয়নাল মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়ার পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাজু, সহ-সভাপতি মোঃ আল আমিন, মোঃ হাবিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. রিপন আহমদ, মো. আজাদ আহমদ, প্রচার সম্পাদক মো. হাসান মিয়া, সদস্য মো. শামীম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শাহপরান থানাধীন এলাকা শহরতলী হওয়ায় এখানে সঠিক তদারকির অভাবে হোটেল শ্রমিকরা ১২/১৪ ঘণ্টা কাজ করলেও তাদের অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে শ্রমিক নেতৃবৃন্দদের সজাগ থাকতে হবে। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ৪র্থ জেলা সম্মেলন সফল করার সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।