
জকিগঞ্জ প্রতিনিধি::
সিলেটের জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় ছইন মিয়া হত্যা মামলার আসামী ও ছাত্রদল নেতা মামুন আহমদের বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পুলিশ মামুন আহমদকে গ্রেপ্তার করতে তল্লাশী চালায়। ছাত্রদল নেতা মামুন আহমদ জকিগঞ্জ উপজেলার পলাশপুর গ্রামের মো. সিরাজুল ইসলাম ও রোশনা বেগমের ছেলে।
তল্লাশীর সময় নের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে পুলিশ। মামুন আহমদকে না পেয়ে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে।
এসময় মামুনের বড় বোন রুবিনা মাথায় বন্দুক তাঁক করে পুলিশ বলেন, ‘তোর ভাইকে এনে দে, না হয় তোদেরকে গুম করে ফেলবো’।
পুলিশের এমন আচরণে রুবিনা বেগম ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাসেম খান গণমাধ্যমকে জানান, মামুন আহমদ দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। তিনি ছইন মিয়া হত্যা মামলার ২নং আসামী। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়েছে।
মামুন আহমদের পিতা মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশ নানা ভাবে আমাদের হয়রানি করছে। আমার ছেলে মামুনকে ষড়যন্ত্র করে ছইন মিয়া হত্যা মামলার আসামী করা হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমুলক আসামী হয়ে সে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে। তবুও পুলিশ বারবার আমাদের বাড়িতে তল্লাশী করে, থানায় গিয়ে ছেলের তথ্য দেওয়ার জন্য বলে। পুলিশ রীতিমতো আমাদের হয়রানি করে যাচ্ছে প্রতিনিয়ত।