• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২২
বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্ট::
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পেরোনোর আগেই কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে বিএনপির কেন্দ্রীয় সংসদ।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জেলার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঘোষিত বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যে কমিটি ঘোষনা করা হয়েছিল তা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাতিল করা হল। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।’