• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বইমেলায় আবৃত্তি নিয়ে মুক্তাক্ষর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২
বইমেলায় আবৃত্তি নিয়ে মুক্তাক্ষর

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় শনিবার ২৬ ফেব্রুয়ারি। একদিনের বইমেলার আয়োজন করে প্রথম আলো বন্ধু সভা সিলেট। সকাল থেকে বইমেলা চললেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বিকেল বেলা। বিকেল সাড়ে ৩টায় প্রথম আলো বন্ধু সভার সদস্যরা জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের নাম ঘোষণা হয়।

আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলাম এর বেশ কিছু কবিতা নিয়ে ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ‘ নির্মাণটি মঞ্চে উপস্থাপন করা হয়। কণ্ঠধ্বনিতে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের বিথি, পিউ, হিমেল, পূজা, সুচিত্রা, শুচি, ত্রিপর্ণা, মণিষা, মন্ত্র ও ঐশিকা।

বইমেলার দর্শক-শ্রুতা ও বই প্রেমিদের পদচারণায় আয়োজনের সার্থকতা ফুটে উঠে আগত শিশু কিশোর ও অভিভাবকদের চোখে মুখে।