একুশে নিউজ:: সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন ৩২ টি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ইতিমধ্যে কমিটি গুলোর বিরুদ্ধে তৃণমূল নেতারা বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। নতুন কমিটিকে কেন্দ্র করে অনেক ইউনিটে শুরু হয়েছে বিদ্রোহ। অভিযোগ আছে ছাত্রদলের চৌকস কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে জাসাস এর সাবেক ও বর্তমান নেতাদের কাছে কমিটি বিক্রি করা হয়েছে।
সদ্য ঘোষিত গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী ছিলেন পৌর জাসাস এর সাবেক সভাপতি, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ এখনও পৌর জাসাস এর সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
ওপর দিকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছেন অছাত্ররা। উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পাওয়া ৩নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ৬নং যুগ্ম আহ্বায়ক সাকেল আহমদ সাকিলের ছাত্রত্ব নেই।
সব মিলিয়ে গোলাপগঞ্জ কমিটি নিয়ে তৃণমূলের অভিযোগ আর অসন্তোষ এর শেষ নেই। যেখানে সমস্ত বিরোধ ভূলে ছাত্রদলের সংগঠিত হওয়ার কথা, সেখানে উল্টো দেখা দিচ্ছে চরম বিদ্রোহ। দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের এমন দূরবস্তায় ক্ষুব্দ এবং হতাশ সাবেক ও বর্তমান নেতারা।