• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২২
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে “আন্তর্জাতিক নারী দিবস-২০২২” উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল নারী চিকিৎসকবৃন্দের অর্থায়নে হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বেলুন উড়ানো, কেক কাটা এবং সংক্ষিপ্ত র‌্যালী।

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.কে.এম. দাউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শামীমা আখতার। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।