• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ যুবক আটক

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২২
দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ যুবক আটক

নিজম্ব প্রতিবেদক::
২২ পিস ইয়াবাসহ সিলেট দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের মোমিনখলাস্থ এমদাদিয়া রেস্টুরেন্ট এলাকা থেকে সুমন মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৭ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত সুমন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গগডি গ্রামের বাদশা মিয়া ও রংবানু বেগমের ছেলে।

তিনি সিলেটের দক্ষিণ সুরমা মোমিনখলার কামাল মিয়ার বাসায় বসবাস করতেন।

গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নি.) সঞ্জিত চন্দ্র দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে।

উক্ত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।