
একুশেনিউজ ডেস্ক::
অগ্নিঝরা মার্চ স্মরণে শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা নগরীর শহীদ সোলেমান হল দরগা গেইটে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি।
উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।