• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিসিএস সিলেটের নেতৃবৃন্দদেরকে আইসিটি পন্য আমদানীকারক প্রতিষ্ঠানসমূহের সংবর্ধনা

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২২
বিসিএস সিলেটের নেতৃবৃন্দদেরকে আইসিটি পন্য আমদানীকারক প্রতিষ্ঠানসমূহের সংবর্ধনা

সিলেটে অবস্থিত আইসিটি পন্য আমদানীকারক প্রতিষ্ঠানসমুহের প্রতিনিধিগন বৃহস্পতিবার (২৪ মার্চ) জিন্দাবাজার প্লানেট আরাফ’স্থ বিসিএস সিলেট শাখা অফিসে এক আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাখা কমিটির নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার বর্তমান চেয়ারম্যান, এনামুল কুদ্দুছ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান স্বাধীন ও আমদানীকারক প্রতিষ্টান গ্লোবাল ব্রান্ড থেকে ইসতিয়াক উদ্দিন, স্মার্ট টেকনোলজী থেকে মুনিরউজ্জামান, গোল্ডেন ট্রেড থেকে জহির উদ্দিন, এক্সেল টেকনোলজী থেকে জানে আলম, টগি সার্ভিসেস থেকে শোহাগ, কম্পিউটার সলিউশন থেকে একলাছুর রহমান, ফ্লোরা লিমিটেড থেকে সুমন দাস, ইউনিক বিজনেস সিসটেম থেকে শামস্ উদ্দিন, আইটেক কম্পিউটার থেকে রুভেল আহমদ, কম্পিউটার সিটি টেকনোলজী থেকে জিল্লুর রহমান প্রমুখ।

উল্লেখ্য; গত ১৬ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সমিতির কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন— চেয়ারম্যান এ এস এম জি কিবরিয়া, ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেক্রেটারী মোঃ সোলায়মান আহসান তানভীর, জয়েন্ট সেক্রেটারী মোতাহির উল্লাহ্, কোষাধ্যক্ষ মোঃ মসনুল করিম চৌধুরী এবং আহমেদ শফিকুল হাসান ও মালেক আহমদ চৌধুরী কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নব গঠিত কমিটি আগামী ১লা এপ্রিল থেকে দায়িত্ব গ্রহন করবেন।