
এসএসসি ২০০৬ এবং এইচ এস সি ২০০৮ ব্যাচ ভিত্তিক সংগঠন সিলেট ০৬-০৮ কমিউনিটি দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনটি হত দারিদ্র পরিবারের মাঝে প্রায় অর্ধ শতাধিক খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছানা, ২ কেজি পেয়াজ, ১ প্যাকেট খেজুর ও ২ লিটার তেলসহ অতিপ্রয়োজনীয় ৭টি খাদ্যপণ্য। রমজান মাসে জুরে চলবে এই কার্যক্রম আরোও পরিবারের পাশে দাঁড়াবে এই সংগঠনটি।
শুক্রবার সংগঠনের সদস্য আতিকুর রহমান মুন্না বলেন, আমরা শুধু ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা নয়, দরিদ্র মানুষের জন্য কাজ করে যেতে চাই। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে হত দারিদ্র্য পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
সংগঠনের অন্য সদস্য মোহাম্মদ আমিক বলেন, দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি জনজীবন এক অশান্তিতে আছে। সামান্য এই উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের তৃপ্তি।
এছাড়াও আরো উপস্থিত ছিলে সংগঠনের অন্যান্য সদস্য সুহানুর রহমান সুহান, জুয়েল আহমদ, এরশাদ হোসেন, সৌরভ রয়, রায়হান আহমদ, জমির মিয়া, ফারজানা ইসলাম, আলা উদ্দিন প্রমুখ।