• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২২
জেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক::

সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ২য় অধিবেশনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর দেড়টার দিকে ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে সমাবেশ শেষে ভোটগ্রহণ শুরু হয়। কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করছেন সিলেটের ১৮ ইউনিটের ১৮১৮ জন ভোটার। ভোটের মাধ্যমেই জেলা বিএনপি শীর্ষ নেতা নির্বাচন করা হবে।

এর দুপুর সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল কাইয়ূম জালালী পংকী।

জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, আবুল কাহের চৌধুরী শামীম।