• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা বিএনপির সম্মেলন শুরু

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২২
সিলেট জেলা বিএনপির সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার::
সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলর শুরু হয়েছে। দুপুর সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সম্মেলনে শুভেচ্ছা আব্দুল কাইয়ূম জালালী পংকী। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।