• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফরিদ গাজী-সাইফুর রহমানের পিএস ছিলেন ড. একেএ মোমেন: খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২২
ফরিদ গাজী-সাইফুর রহমানের পিএস ছিলেন ড. একেএ মোমেন: খন্দকার মুক্তাদির

একুশেনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইফতারের আগের সময় মকবুল সময়, এই সময় দোয়া কবুল হয়। রহমত, নাজাত ও মাগফেরাত কামনা করি।

এটা আমাদের ভাগ্য, দূর্ভাগ্য যেটাই বলেন, আমরা একটা অদ্ভুত অবস্থায় মধ্যে আছি। কিছু লোকজন নেতৃত্ব নিয়ে বসে আছেন যাদের প্রতি দেশের মানুষের নূন্যতম কোনো সমর্থন নেই। তাদের সুরক্ষিত ভবনগুলির বাইরে মানুষের কাতারে যাবার সাহস করে না। তারা বক্তব্যে বিবৃতিতে এমন কথা বলে তখন দেশের মানুষ অবাক হয়ে ভাবে এই নেতৃত্বে লোকগুলো কোথা থেকে এসেছে। দুইদিন আগে সিলেট ১ আসনের এমপি যিনি তিনি আমেরিকায় গিয়ে বলেন,নিজের চাকুরী ছিলনা, আশ্রয় ছিল না, তখন আমেরিকা তাকে চাকুরি, গাড়ি, বাড়ি দিয়েছে। অথচ তিনি দেওয়ান ফরিদ গাজী ও সাইফুর রহমানের পিএস ছিলেন। আমেরিকায় গিয়ে এসব বললে কি সহানুভূতি দেখাবে? এ রকম বুদ্ধি বৃত্তির লোকজন দিয়ে সরকার চলছে। যেকোন জাতির ঘাড়ে যখন অসৎ নেতৃত্ব চেপে বসে তখন দূর্দশা চলে আসে। আমরা কঠিন অবস্থার মধ্যে রয়েছি, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনভাবে নেতৃত্ব নির্বাচনের জন্য জন্য অথচ সেখান থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আজ স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই, আপনি সত্য কথা বললে গুম, খুন হয়ে যাবেন।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ যুগ যুগ ধরে পরিশ্রম করে জীবন যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। এ দেশের সাধারণ মানুষ এই দেশকে এ অবস্থায় টিকিয়ে রেখেছে। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ৫ হাজার মানুষ ভোগবিলাস করছে। সরকারের বিভিন্ন অত্যাচারের বিবরন দিয়ে তিনি বলেন, ইতিহাস সাক্ষী, নমরুদ ফেরাউন টিকে থাকতে পারে নি। সূদুর আমেরিকাতে সামান্য নিষেধাজ্ঞায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
তিনি মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় সব কয়টি পাড়া মহল্লায় গিয়ে খুঁজে যোগ্য নেতৃত্ব কে নিয়ে কমিটি করার আহবান জানান। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ সবার সাথে সমন্বয় করে সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ উপস্থিত সবার কাছে দোয়া চান। তিনি সিলেট মহানগর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, শামিম মজুমদার, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মুর্শেদ আহমদ মুকুল।

এ সময় আরও বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির কমিটির প্রস্তাবিত আহবায়ক মানিক মিয়া, ৮ নং ওয়াড বিএনপির আজমল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির আবুল হোসেন হেনা, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু,লল্লিক আহমদ চৌধুরী, শফিক নুর, মখলিছ খাঁন, মুমিন আহমদ, আব্দুস সোবহান, ছানাউল হক ছানা, আব্দুল ওয়াদুদ মিলন, মনির আহমদ, ফজলুল হক, সবুর আহমদ, সিরাজ খান, কামরুজ্জামান দিপু, মাহবুব রশীদ, আবু আহমদ আনসারী, আফসর খান, এমদাদুল হক স্বপন, জামাল আহমদ, সৈয়দ আমীর আলী, হাবিবুর রহমান হাবিব, আবির হাসান মুহিন, কামরুজ্জামান কামরুল, মিজানুর রহমান পাভেল, আজিজ খান সজিব, নুরুল ইসলাম, মিনহাজ পাঠান, শিহাব খান, আজাদ আহমদ, এসএস শেফুল, রাসেল আহমদ খান, সুফিয়ান আহমদ, রিপন চৌধুরী, ফারুক আহমদ তাজ হোসাইন তারেক, সাজিদ নুর বাবু, জুবায়ের আহমেদ, জুনেদ, সুদীপ জ্যোতি এষ,হোসেন আহমদ, সদরুল ইসলাম লোকমান, আব্দুল্লাহ, মুক্তার আহমদ, মাহবুবুল আলম সৌরভ, জয়নাল আবেদীন রাহেল, লায়েক আহমদ, রুহেল আহমদ, রুমন আহমদ, সিদ্দিক পারভেজ, আনেয়ার মিয়া, মনির মিয়া, নাজমুল ইসলাম আখল, আল আমিন কাজি, প্রমুখ।