• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

নগরীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২২
নগরীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্ট::

সিলেট নগরীর হাওলাদারপাড়ায় নিখোঁজের ২ দিন পর ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়।

সোমবার (১৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। জালালাবাদ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলের লাশ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান। তিনি বলেন, এসময় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

স্বজনরা জানান, গেল শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। ওই দিনই রাহুলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।