• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ফিতরা সর্বনিম্ন ৭৫, সর্বোচ্চ ২৩১০ টাকা

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২২
সিলেটে ফিতরা সর্বনিম্ন ৭৫, সর্বোচ্চ ২৩১০ টাকা

 

স্টাফ রিপোর্ট::
প্রতি বছরের ন্যায় এবারও সিলেট শহর ও শহরতলির জন্য ফিতরার জনপ্রতি সর্বনিম্ন হার নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা দারিদ্র বিমোচনে যাকাত-ফিতরার ভূমিকা বিষয়ক আলোচনা সভায় স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে ও সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৪৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ৭৫ টাকা ও খেজুর (নেগাল) ২০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৬৬০ টাকা, কিসমিস ৩৮০ টাকা হিসাবে ১,২৫৪ টাকা ও পনির ৭০০ টাকা বাজার দরে ২,৩১০টাকা নির্ধারণের মাধ্যমে ফিৎরার পরিমাণ নির্ধারণ করে ঘোষণা করা হয়।

ইমাম সমিতির অন্যতম উপদেষ্টা দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি এর সাথে আলোচনাক্রমে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ইমাম সমিতির ফতোয়া বোর্ড উপরোক্ত পরিমাণে ফিতরার টাকা নির্ধারণ করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইমাম সমিতির ফতোয়া বোর্ডের সদস্যবৃন্দ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আব্দুস শহীদ ও মাওলানা শুয়াইবুর রহমান প্রমুখ।

ইমাম সমিতির ফিৎরা নির্ধারণের সাথে সম্মতি পোষন করেছেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুফতি মাওলানা আব্দুল মুছব্বির, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, নয়সড়ক মাদরাসার মুফতী মাওলানা জুবায়ের আহমদ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতী মাওলানা আলী হায়দার, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতী আব্দুল মুমিন, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, জামেয়া দারুল হুদার মুফতী কামাল উদ্দিন সুরইঘাটী, জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদরাসার মুফতী হাফিজুর রহমান, মুফতী মজির উদ্দিন কাসেমী প্রমুখ।

আলোচনা বক্তারা বলেন, দেশ-বিদেশের বিভিন্ন ইসলামী স্কলারগণ শরিয়া বাটখারার হিসেব করে ১০০/১৫০ গ্রামের কম-বেশি পাওয়া যায়। ফিৎরায় ওজনের পরিমাণ নির্ধারণ করা হয় পনির, কিসমিস ও খেজুর ৩৩০০ গ্রাম যা শরীয়তে ১ সা’, আটা, যব যা নির্ধারণ করা হয় অর্ধ সা’ ১৬৫০ গ্রাম। আগামী দিনগুলোতে এ পরিমাপে সকল ফিৎরাদাতাগণ ফিৎরা দেয়ার জন্য সকল মুসলমানকে আহবান জানান।

আগামী শুক্রবার জুম্মার বয়ানে পবিত্র শবে কদর ও ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান।