• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে পিপলস পার্টির মহাসচিবের উপর হামলা

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২২
সিলেটে পিপলস পার্টির মহাসচিবের উপর হামলা

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ পিপলস পার্টির কেন্দ্রীয় মহাসচিব তালুকদার মকবুল হোসেনের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আখালিয়া সুরমা গেটে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ মকবুলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

তবে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মকবুল হোসেন। তিনি জানান, সুরমা আবাসিক এলাকার ৬ নং রোডে তিনি বসবাস করছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে একই পাড়ার জামায়াত নেতা অ্যাডভোকেট আজিম উদ্দিন, সহযোগী সাহেদ, সাহিন ও কামরুলসহ ১০-১৫ জন লোক হামলা করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, আসামির জামিন করানোর নামে টাকা নেন অ্যাডভোকেট আজিম। কিন্তু জামিন না করাতে পারায় টাকা দাবি করলে উল্টো হয়রানী শুরু করেন।

অভিযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট আজিম উদ্দিন জানান, কোনো হামলার ঘটনা ঘটেনি। ভাড়ার টাকা চাইতে গেলে উল্টে গালি দেন। পাড়ার লোকজনের সাথে কিছুটা হাতাহাতি হয়। তিনি জানান, মকবুল তার বাসার ভাড়াটিয়া ছিলেন, গতমাসে চলে যান। তার কাছে একমাসের ভাড়া পাওনা রয়েছে। বৃহম্পতিবার রাস্তায় পেয়ে টাকার বিষয়ে জানতে চাইলে ঝামেলা করেন। এ বিষয়ে মকবুলকে উদ্ধারকারী কোতোয়ালি থানার এসআই প্রানেশ জানিয়েছেন, তাৎক্ষনিক মকবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। কি নিয়ে বিরোধ ছিল সে সময় প্রতিপক্ষ উপস্থিত না থাকায় জানা যায়নি।