• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
ছাত্রদল নেতা কামরুলের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

একুশেনিউজ ডেস্ক::

সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (২৩ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কামরুজ্জামান কামরুল ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ ছিল। দলীয় সকল মিছিল মিটিংয়ে তাকে সবার আগে পাওয়া যেতো। তার সুন্দর ব্যবহার ও রাজনৈতিক দূরদর্শীতা দিয়ে সিনিয়র নেতাকর্মীদের মন জয় করে নিয়েছিল। তার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার একজন তরুণ ছাত্রনেতাকে হারালো। যার শূণ্যতা কখনও পূরণ হবার মতো নয়।

নেতৃবৃন্দ- মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।