• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
সিলেটে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার::
সিলেট ল’ কলেজ ছাত্রদলের এক নেতার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধে উঠেছে। তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষা। পুলিশও এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি।

তার নাম কামরুজ্জামান কামরুল। বাড়ি মৌলভীবাজারের বড়লেখা থানার মনারাই গ্রামে। বাবার নাম শাহাব উদ্দিন।

ল’ কলেজে লেখাপড়ার সুবাদে তিনি উপশহর ই বøকের ১ নম্বর রোডের ৪ নম্বর বাসায় একটি মেসে থাকতেন।

সিলেট মহানগর পুলিশের হযরত শাহপরান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। তারা বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তিনি বলেন, জানা গেছে গতরাতে কামরুল সেহরি খাওয়ার সময়ও স্বাভাবিক ছিলেন।

তিনি জানান, শনিবার দুপুর দু’টোর দিকে মেসের জুনিয়র একজন বাড়ি যাওয়ার জন্য তাকে বলে যেতে তার রুমে প্রবেশ করলে কামরুলের নাকমুখে ফেনা দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।

তিনি বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। তার বাড়িতে খবর জানানো হয়েছে। কামরুলের বাবা এখনো রাস্তায়। তিনি এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তবে পুলিশের ধারনা, কামরুলের মৃত্যু স্বাভাবিক। তবু তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলেও উল্লেখ করেন শাহপরাণ থানার ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ আনিসুর রহমান।