• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহপরাণ থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২
শাহপরাণ থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ খেলাফত মজলিস শাহপরাণ (রহ.) থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (২৩ এপ্রিল) স্থানীয় কার্যালয়ে শাখা সভাপতি ও মহানগর নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা মাওলানা গাজী রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি ডা. মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফার, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। এ মাসেই ঐতিহাসিক বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তাই সকল দায়িত্বশীলদের মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো মজবুত করতে হবে।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ ইমরান আহমদ, হাফিজ এহিয়া আহমদ, মুশফিকুর রহমান মাহদি, মো. আবুল কালাম, মো. আব্দুল বাসিত, মাষ্টার ইসলাম আহমদ, মো. আব্দুল হক, আতা মিয়া প্রমুখ।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।