• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ইমাম সমিতির স্মারকলিপি

admin
প্রকাশিত মে ৫, ২০২২
ঈদের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ইমাম সমিতির স্মারকলিপি

পবিত্র ঈদুল ফিতরের দিন অশ্লীল ডিজে নৃত্যের মহড়া, বেপরোয়া ট্রাক, পিকআপ নিয়ে নাচ-গান ও বেসামাল নৃত্য বন্ধ করে ঈদের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জালালাবাদ ইমাম সমিতি সিলেট।

বৃহস্পতিবার (৫ মে) সিলেট জেলা প্রশাসক এম মজিবুর রহমান বরাবরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ ও সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ঈদের দিন কিছু বেপরোয়া যুবক অশ্লীল ডিজে নৃত্য, বেপরোয়া ট্রাক, পিকআপ নিয়ে নাচ গানে বেসামল নৃত্য দিয়ে রাজপথে ঘুরছে। যা আধ্যাত্মিক নগরী সিলেটকে কলঙ্কিত করেছে। ঈদের পবিত্র একটি দিনে এভাবে ডাক-ঢোল বাজিয়ে নৃত্য করা কোনভাবেই সহনীয় নয়। এসব কাজ মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। কোন নেপথ্য শক্তি ছাড়া সম্পূর্ণ অদ্ভুতভাবে গোটা দেশজুড়ে এমন ঘটনা ঘটার সম্ভব নয়। ঈদের দিনে এসব কোরআন, সুন্নাহ পরিপন্থি এসব অপসংষ্কৃতি বা নতুন ফিতনাহ থেকে সবাইকে রক্ষা করতে ও ঈদের পবিত্রতা রক্ষার্থে প্রশাসনকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি।