• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে পুলিশ সদস্য রানার বাড়িতে শোকের মাতম

admin
প্রকাশিত মে ৯, ২০২২
দোয়ারাবাজারে পুলিশ সদস্য রানার বাড়িতে শোকের মাতম

দোয়ারাবাজার প্রতিনিধি::
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারে শেরপুর মুক্তিযোদ্ধা গোল চত্বরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাসচাপায় মারা যান পুলিশ সদস্য রাকিব আলী (রানা)। এ ঘটনায় আরও তিন পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছেন।

এদিকে রানার মৃত্যু সংবাদে গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। রোববার (৮মে) ভোর ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রানার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এ বাড়ির পরিবেশ সকাল থেকেই ভারি।

দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

সিলেট পুলিশ লাইনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান,বিকেলে গ্রামের বাড়িতে নিহতের দ্বিতীয় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।